সীরাত প্রতিযোগিতা By Jalal Uddin | Sun 23 Rajab 1442AH || 7-Mar-2021AD 1 Comment সীরাত প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। কুইজে সর্বমোট ২০ টি প্রশ্ন করা হবে। প্রশ্নের জটিলতা ভেদে প্রশ্নের পয়েন্ট ১/২/৩ হবে। কুইজ শেষে আপনাকে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর জানিয়ে দেয়া হবে ইন-শা-আল্লাহ। আপনার ই-মেইলেও আমরা কুইজের ফলাফল মেইল করে দিব আপনার সুবিধার জন্য। বিশেষ নোট: কুইজে নেগেটিভ মার্কের ও ব্যবস্থা করা হয়েছে। তাই উত্তরের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা কাম্য। Name Email Phone Number মসজিদুল হারামের পূর্বে মুসলমানদের কিবলা কোনটি ছিল? মসজিদুন নববী মসজিদুল কুবা মসজিদুল কিবলাতাইন মসজিদুল আকসানিচের কোনটি ইসলামের ৫ স্তম্ভের ভিতরে অন্তর্ভুক্ত নয়? নামায কালিমা যাকাত কোরবানী রোযানবীজির চাচা আবু তালিবের নবুওয়তের কোন বছর ইন্তেকাল হয়? ৫ ৭ ১০ ৬কে হযরত হামযা রাঃ কে শহীদ করেছেন গজওয়ায়ে উহুদ এর সময়? খালিদ বিন ওয়ালিদ আবু সুফিয়ান আবু জেহেল ওয়াহশী হিন্দা বিনতে উতবাছবিতে প্রদর্শিত মসজিদটির নাম কি? মসজিদুন নববী মসজিদুল কুবা মসজিদুল কিবলাতাইন মসজিদুল আকসাকোন সাহাবীর মৃত্যুতে তিনটা জিনিস একসাথে হয়েছিল (আল্লাহর আরশ কেপে উঠেছিল, আসমানের সব দরজা খুলে গিয়েছিল আর ৭০ হাজার ফেরেস্তা যারা আগে কখনও পৃথিবীতে আসেনি, তারা এসেছিল) হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাঃ হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাঃ হযরত সাদ ইবনে মুয়ায রা: হযরত মুয়ায ইবনে জাবাল রাঃকোন সুরার প্রতি আয়াতে "আল্লাহ" শব্দ আছে? সুরা তাহরীম সুরা মুজাদালা সুরা ইনসান/দাহর সুরা মুলক সুরা ত্বলাকআয়তুল কুরসী সুরাহ বাক্বারার কত নম্বর আয়াত? ২৫৫ ২৪৫ ১৫৫ ৩০০হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম সন কত? ৫৬০ ৫৭০ ৫৭৫ ৬৭০নিচের ছবিটিতে কি দেখানো হয়েছে? মাকামে ইব্রাহীম রুকনি ইয়ামানি হাতিম হাজরে আসওয়াদইসলামের প্রথম খলিফা কে? জুবায়ের (রা) উমর (রা) আবু বকর (রা) উছমান (রা)ইসলামের সর্বপ্রথম সেনাদলের সেনাপতি কে ছিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাযিয়াল্লাহু আনহু হযরত হামযা ইবনে আবু মুত্তালিব রাযিয়াল্লাহু আনহু হযরত আব্বাস ইবনে আবু মুত্তালিব রাযিয়াল্লাহু আনহু হযরত উমর ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু আনহুHintমদিনায় ইসলামের দূত হিসাবে সর্বপ্রথম কাকে প্রেরণ করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাদ ইবনে মুআয (রা) সালমান ফারেসী (রা) মুসআব ইবনে উমাইর (রা) ত্বলহা (রা)হযরত খাদিজা রাঃ এর সাথে বিবাহের সময় হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স কত ছিল? ২৫ ৪০ ৩০ ৩৫নবী ইয়াহিয়া আ: এর পিতার নাম কি ছিল? জাকারিয়্যা আ: ইউশা ইবনে নূহ আ: সোলাইমান আ: ইদ্রিছ আ:হযরত মুহাম্মাদ ﷺ এর সাথে বিবাহের সময় হযরত খাদিজা রাঃ এর বয়স কত ছিল? ২৫ ৪০ ৩০ ৩৫কোন সাহাবী কোন রাস্তা দিয়ে গেলে শয়তান সে রাস্তায় থাকতো না? হযরত খালিদ ইবনুল ওয়ালিদ (রা:) হযরত উমর ইবনুল খাত্তাব (রা:) হযরত আবু বকর (রা:) হযরত উসমান ইবনে আফফান (রা:)যুদ্ধের অনুমতি পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর পাঠানো প্রথম অভিযানের টার্গেট কি ছিল? আবু জেহেল নেতৃত্বে সিরিয়া থেকে ফিরে আসা ৩০০ সদস্যের কুরাইশের বাণিজ্যিক কাফিলার সার্বিক পরিস্থিতি জানা আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়া থেকে ফিরে আসা ৩০০ সদস্যের কুরাইশের বাণিজ্যিক কাফিলার সার্বিক পরিস্থিতি জানা আবু জেহেল নেতৃত্বে ইয়ামেন থেকে ফিরে আসা ১০০ সদস্যের কুরাইশের বাণিজ্যিক কাফিলার সার্বিক পরিস্থিতি জানা আবু সুফিয়ানের নেতৃত্বে ইয়ামেন থেকে ফিরে আসা ১০০ সদস্যের কুরাইশের বাণিজ্যিক কাফিলার সার্বিক পরিস্থিতি জানাHintআয়িশা (রাঃ) এর পিতার নাম কি? উমর (রাঃ) আবু তালিব আবু বকর (রাঃ) উসমান (রাঃ)বদর যুদ্ধের সময় মদিনায় ইমামতির দায়িত্ব কার উপর ন্যাস্ত হয়? আবু লুবাবা (রাঃ) উসমান (রাঃ) আব্দুল্লাহ ইবন উম্মে মাকতুম (রাঃ) যায়দ ইবনে হারিসা (রাঃ)Please fill in the comment box below. Be sure to click Submit Quiz to see your results!
Mahbubur Rahman Wed 7 Rabi Al Awwal 1443AH || 13-Oct-2021AD I want such type of islamic question more and more. Reply ↓
I want such type of islamic question more and more.