সুলাইমান ইবনে বুরায়দা (রাঃ) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, তারা যখন কবরস্থানে যেতেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুআ শিখিয়ে দিতেন। অতঃপর তাদের মধ্যে কোনো ব্যক্তি (আবূ বকর (রাঃ) এর বর্ণনা অনুযায়ী) বলত “আলসালামু আলা আহলিদ দিয়ারি” আর যুহাইরের বর্ণনায় আছে:
اَلْسَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اَللهُ لَلَاحِقُونَ أَسْأَلُ اَللهَ لَنَا وَلَكُمْ الْعَافِيَةَ.
অর্থাৎ: “হে কবরবাসী ঈমানদার মুসলমানগণ! তোমাদের প্রতি সালাম। খোদা চাহেতো আমরাও তোমাদের সাথে মিলিত হব। আমি আমাদের এবং তোমাদের জন্য আল্লাহর নিকট নিরাপত্তার আবেদন জানাচ্ছি।” [সহীহ মুসলিম (ইফাঃ) ২১২৯]






