أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
উসমান ইবনে আবুল আস সাকাফী (রা) থেকে বর্ণিত… ইসলাম গ্রহণের পর থেকে তিনি তার শরীরে যে ব্যথা অনুভব করছিলেন সে সম্পর্কে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: তুমি তোমার হাত ব্যথার জায়গায় রাখ এবং তিনবার বিসমিল্লাহ বল এবং সাতবার উপরোক্ত দুআ পড়: (অর্থ)“আমি যে ব্যথা অনুভব করছি এবং যে ভয় পাচ্ছি তা থেকে আল্লাহ ও তাঁর কুদরতের আশ্রয় প্রাথর্না করছি।” [সহীহ মুসলিম (ইফাঃ) ৫৫৭৪]






