হা-মীম আদ দুখান (৪৪) পাঠ এর ফযীলত

By | Wed 2 Rabi Al Thani 1442AH || 18-Nov-2020AD

হাদিস ০১। আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত: তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি রাত্রে হা-মীম আদ-দুখান (৪৪) পাঠ করবে সত্তর হাজার ফিরিশতা তার জন্য মাগফিরাতের দুআ করবে। – তিরমিযী (ইফা) ২৮৮৮


হাদিস ০২। আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত: তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জুমআর রাতে যে ব্যক্তি হা-মীম আদ্-দুখান (৪৪) পাঠ করবে তাকে মাফ করে দেওয়া হবে। -তিরমিযী (ইফা) ২৮৮৯

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*