হাদিস ০১। আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত: তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি রাত্রে হা-মীম আদ-দুখান (৪৪) পাঠ করবে সত্তর হাজার ফিরিশতা তার জন্য মাগফিরাতের দুআ করবে। – তিরমিযী (ইফা) ২৮৮৮
হাদিস ০২। আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত: তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জুমআর রাতে যে ব্যক্তি হা-মীম আদ্-দুখান (৪৪) পাঠ করবে তাকে মাফ করে দেওয়া হবে। -তিরমিযী (ইফা) ২৮৮৯





