হজ্ব বিষয়ক মাসালা মাসায়েল জানার ক্ষেত্রে একটা খুব সাধারন ব্যাপার ঘটে যে কোন বই পড়বো এই বিষয়ে। বাজারে এত বইয়ের ভিরে আসলে কঠিন হয়ে পড়ে অনেক সময় সাধারন মুসলমানদের সঠিক বই নির্বাচন করা। এরপর বইয়ের বিষয়বস্তুর সহজতার বিষয়টাতো আছেই।
এইসব বিষয়কে সামনে রেখেই মারকাযুদ দাওয়াহ আল-ইসলামিয়ার দারুল ইফতা থেকে মুফতি মাওলানা মোহান্মাদ ইয়াহিয়া সাহেবের তত্বাবধানে একটি ছোট কিন্তু খুব তথ্য এবং মাসালা সমৃদ্ধ বই প্রকাশ হচ্ছে বিগত কয়েক বছর ধরে।
বইটিতে খুবই সহজ ভাষায় হজ্বের সমস্ত মাসালা মাসায়েল বর্ণনা করা হয়েছে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দোআ সহ।
বইটিতে চেষ্টা করা হয়েছে সমস্ত মাসালা মাসায়েল ও দোআর ক্ষেত্রে পরিপুর্ণভাবে সুন্নতের অনুসরণ করতে এবং প্রচলিত ভূল আমলগুলো উল্লেখ করে উম্মতকে সতর্ক করে দেয়ার।
যারা মারকাযুদ দাওয়াহ আল-ইসলামিয়া কে চিনেন আল-কাউসারের সুবাদে সবাই আমরা জানি যে ওনারা কতটা সিরিয়াস সুন্নতের ক্ষেত্রে এবং আপোষহীন সুন্নতের নামে বিভিন্ন প্রচলিত ভূল এবং জাল হাদীসের ক্ষেত্রে।
বইটি আমরা যারা নিতে চাই মারকাযুদ দাওয়াহ এর সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারি। ইতিপুর্বে এটা ফ্রি বিতরন করা হতো আর এই বছর থেকে রাহনুমা থেকেও প্রকাশিত হচ্ছে ফ্রি বিতরনের পাশাপাশি।
আল্লাহ আমাদের সকলকে পরিপুর্ণভাবে সুন্নত মোতাবেক হজ্ব করার ও তা হজ্ব-এ-মাবরুর হিসাবে আল্লাহর দরবারে কবুল করানোর তৌফিক দান করেন। আর সমস্ত মাসালা মাসায়েল জেনেই হজ্বের সফরে যাওয়ার তৌফিক দান করেন।
…………..
বইয়ের নামঃ হজ্ব ও উমরাহ পদ্ধতি ও মাসায়েল
লেখকঃ মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া – উস্তাদ, মারকাযুদ দাওয়াহ আল-ইসলামিয়া, ঢাকা
ডাউনলোড সাইজঃ ৩০ মে বা
ডাউনলোড লিংকঃ Google Drive





