হাদিস ১: আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল ﷺ কে রমযান ব্যতীত কোন পুরা মাসের রোযা পালন করতে দেখিনি এবং শা’বান মাসের চেয়ে কোন মাসে বেশী (নফল) রোযা পালন করতে দেখিনি। – সহিহ বুখারী (ইফা) :: হাদিস নং ১৮৪৫
হাদিস ২: ‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিত , তিনি বলেন, নবী ﷺ শা‘বান মাসের চেয়ে বেশী (নাফল) রোযা কোন মাসে পালন করতেন না। তিনি (প্রায়) পুরা শা’বান মাসই রোযা পালন করতেন এবং বলতেন : তোমাদের সাধ্যে যতটুকু কুলোয় ততটুকু (নফল) আমল কর, কারণ তোমরা (আমল করতে করতে) ক্লান্ত হয়ে না পড়া পর্যন্ত আল্লাহ তা‘আলা (সওয়াব দান )বন্ধ করেন না। – সহিহ বুখারী (ইফা) :: হাদিস নং ১৮৪৬
হাদিস ৩: আমর ইবনু আলী (রহঃ) … উসামা ইবনু যায়দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসুলাল্লাহ! আমি আপনাকে শা’বান মাসে যে পরিমাণ সাওম পালন করতে দেখি বছরের অন্য কোন মাসে সে পরিমাণ সাওম পালন করতে দেখি না। তিনি বললেন শা’বান মাস রজব এবং রমযানের মধ্যবর্তী এমন একটি মাস যে মাসের (গুরুত্ব সম্পর্কে) মানুষ খবর রাখে না অথচ এ মাসে আমলনামা সমূহ আল্লাহ রাব্বুল আলামীনের নিকটে উত্তলোন করা হয়। তাই আমি পছন্দ করি যে, আমার আমলনামা আল্লাহ তা’আলার নিকটে উত্তোলন করা হবে আমার সাওম পালনরত অবস্থায়। –সূনান নাসাঈ (ইফাঃ):: হাদিস নং ২৩৫৯





