রোযাদারের খুশির মুহূর্ত ও মুখের সুগন্ধ

By | Mon 9 Shaban 1437AH || 16-May-2016AD

রোযাদারের মুখের গন্ধ মিশকের চেয়েও সুগন্ধিযুক্ত

হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-

সেই সত্তার শপথ, যার হাতে মুহাম্মাদের জীবন, রোযাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মিশকের সুগন্ধির চেয়েও অধিক সুগন্ধিময়।

– সহীহ বুখারী ১৯০৪; সহীহ মুসলিম ১১৫১(১৬৩); মুসনাদে আহমাদ ৭১৭৪; সুনানে নাসায়ী ২৫২৩; সুনানে ইবনে মাজাহ ১৬৩৮

 

রোযাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত

হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ

রোযাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে, যখন সে আনন্দিত হবে।

এক. যখন সে ইফতার করে তখন ইফতারের কারণে আনন্দ পায়।

দুই. যখন সে তার রবের সাথে মিলিত হবে তখন তার রোযার কারণে আনন্দিত হবে। অন্য বর্ণনায় রয়েছে, যখন সে আল্লাহর সাথে মিলিত হবে, আর তিনি তাকে পুরস্কার দিবেন, তখন সে আনন্দিত হবে।

– সহীহ বুখারী ১৯০৪, ১৮৯৪;সহীহ মুসলিম ১১৫১ (১৬৩, ১৬৪, ১৬৫); মুসনাদে আহমদ ৯৪২৯, ৭১৭৪;সুনানে তিরমিযী ৭৬৬

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*