আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন : একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে একটা উচুঁ গম্বুজ দেখতে পান। তখন তিনি বলেন : এটা কি ? তখন তাঁর সাহাবীগণ তাঁকে বলেন : এটা অমুক আনসারের বাড়ী। রাবী বলেন : এ কথা শুনে তিনি চুপ করে থাকেন, কিন্তু বিষয়টি তিনি মনে রাখেন। এরপর সে লোক যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসে এবং তাঁকে মজলিসে সালাম করে, তখন তিনি কয়েকবার তাঁর থেকে মুখ ফিরিয়ে নেন। এমন কি লোকটি জানতে পারে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি রাগান্বিত হয়েছেন ঐ উঁচু গম্বুজ বানানোর কারণে, আর এ জন্যই তিনি তাঁর মুখ ফিরিয়ে নিয়েছেন। লোকটি এ ব্যাপারে তার বন্ধুদের কাছে অভিযোগ করে এবং বলে : আল্লাহর কসম! আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অসন্তুষ্ট দেখছি। তখন তারা বলে : নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হয়ে তোমার বালাখানা দেখেন। (মনে হয় এতে তিনি নাখোশ হয়েছেন।) তখন সে ব্যক্তি ফিরে গিয়ে তা ভেঙে ফেলে, এমনকি তা মাটির সমান করে দেয়। এরপর একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হন এবং সেখানে তিনি উঁচু গম্বুজ দেখতে না পেয়ে জিজ্ঞাসা করেন : সে বাড়ীটি কই ? সাহাবীগণ বলেন : বাড়ীর মালিক আমাদের কাছে এ ব্যাপারে আপনার অসুন্তুষ্টির কথা বললে, আমরা তাকে এ ব্যপারে আপনার অসুন্তুষ্টির কথা জানিয়ে দেই ; ফলে সে তা ভেঙে ফেলেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : প্রত্যেক বিলাস-বহুল বাড়ী তার মালিকের জন্য শাস্তির কারণ হবে,তবে বসবাসের জন্য যতটুকু প্রয়োজন এরূপ বাড়ী নির্মাণে কোন ক্ষতি নেই। – আবু দাউদ (ইফা:) ৫১৪৭





