হাদিস ০১। মুসাদ্দাদ (রহঃ) — — হুযায়ফা ইব্ন উসায়দ গিফারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদিন আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঘরের ছায়ায় বসে ছিলাম। আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। এ সময় আমাদের কন্ঠস্বর চড়ে গেলে, তখন রাসুসূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কিয়ামত কখনো হবে না, অথবা কিয়ামত ততক্ষণ কায়েম হবে না, যতক্ষণ না তার পূর্বে দশটি আলামত প্রকাশ পায়। তা হলোঃ
১। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে,
২। দাববাতুল আরদ বের হবে;
৩।ইয়াজুজ মাজুজ বের হবে;
৪। দাজ্জাল বের হবে;
৫। ঈসা ইব্ন মারয়াম আসমান থেকে অবতরণ করবে;
৬। ধোঁয়া প্রকাশ পাবে;
৭। তিনটি স্থান ধসে যাবে-পশ্চিমে;
৮। পূর্বে;
৯। আরব উপদ্বীপ এবং
১০। সবশেষে ইয়ামনের আদন প্রান্তর হতে আগুন বের হবে, যা লোকদের সিরিয়ার ‘মাহ্শার’ নামক স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। [সূনান আবু দাউদ (ইফাঃ) ৪২৬০]







তথ্যবহুল পোস্টের জন্যে আপনাকে ধন্যবাদ