পানি পান করার ৫টি সুন্নত নীচে দেয়া হলো:
- পানির পাত্র ডান হাত দিয়ে ধরা। 1
- বসে পান করা, বসতে অসুবিধা না হলে দাঁড়িয়ে পান না করা। 2
- بِسْمِ الله বলে পান করা। (তাবারানী আওসাত)
- কমপক্ষে তিন শ্বাসে পান করা এবং শ্বাস ছাড়ার সময় পানির পাত্র মুখ হতে সরিয়ে নেয়া। (বুখারী শরীফ)
- পান করে ا َلْحَمْدُ لله বলা। (তাবারানী আওসাত)







হজরত, আসসালামু আলাইকুম।
৫: পানি দেখে পান করা সুন্নত, এই বিষয়টা আমার এক বন্ধু বলছে কোন দলিল দারা প্রমাণিত নয়।
তার যুক্তিতে পানি পান করার সুন্নত ৫টি। এখন তাকে কিভাবে বিষয়টা বুজাব। আমাকে স্পষ্ট দলিল দেওয়া যাবে কি?
পোস্টটি edit করেছি ভাইয়া। আল্লাহ আমাকে ক্ষমা করুন। ভবিষ্যতে আরো সাবধান হওয়ার চেষ্টা করবো। আমার তাহকীকে যতটুকু জেনেছি, “পানি দেখে পান করার বিষয়ে হাদিস আছে কিনা আমার জানা নাই।” আসলে লিখাটা একটা copy paste ছিল। তাই যথাযথ তাহকীক করা হয় নাই। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করেন।