ঘরে প্রবেশের সময়ের দোআ:
হাদিস ১। আবূ মালিক আশ’আরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যখন কোন ব্যক্তি তার ঘরে প্রবেশ করে, তখন সে যেন বলেঃ
– اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللَّهِ وَلجْنَا وَ بِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا
ইয়া আল্লাহ্ ! আমি আপনার কাছে ঘরে প্রবেশ ও ঘর থেকে বের হওয়ার সময় কল্যাণ প্রার্থনা করছি। আমি আল্লাহ্র নাম নিয়ে ঘরে প্রবেশ করছি এবং আল্লাহ্র নাম নিয়ে ঘর থেকে বের হচ্ছি । আমি আল্লাহ্র উপর, যিনি আমাদের রব তাঁর ভরসা করছি ।
এরপর সে যেন তার পরিবার-পরিজনদের উপর সালাম করে। – আবু দাউদ, হাদিস ৫০০৮(ইফা:)
ঘর থেকে বের হওয়ার সময়ের দোআ:
হাদিস ১। আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এ দু’আটি পাঠ করে তাকে (ফিরিশতাদের পক্ষ থেকে) বলা হয়ঃ তুমি যথেষ্ট করে নিলে, বেঁচে গেলে, তোমার থেকে শয়তান দুর হয়ে গেল। দু’আটি হলঃ
(بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ)
-তিরমিযী শরীফ, হা:৩৪২৬
ঘরে ঢুকা ও বের হওয়ার সময় সালাম দেয়াঃ
হযরত কাতাদা (রহঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম ﷺ এরশাদ করিয়াছেন, যখন তুমি কোন ঘরে প্রবেশ কর তখন ঐ ঘরওয়ালাদেরকে সালাম কর। আর যখন (ঘর হইতে) বাহির হও তখন ঘরওয়ালাদেরকে সালাম করিয়া বিদায় হও। -মুসান্নাফ আব্দুর রাজ্জাক






