লিখাটি প্রস্তুত করেছেন মুফতি মুহাম্মদ আবুল হাসান
ওজুর ফরজ সমূহ :-
১. কপালের চুলের গোরা থেকে থুতনীর নিচ পর্যন্ত ও এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত মুখমন্ডল ধোয়া । [শামী ১/২৪৭ আরকানুল ওজু ]
২.কনুই সহ দু’হাত ধোয়া [ শামী ১/২৪৭ আরকানুল ওজু ]
৩.মাথার এক চতুর্থাংশ মাসাহ করা [ শামী ১/২৪৭ আরকানুল ওজু ]
৪. গোড়ালী সহ দু’পা ধোয়া [ শামী ১/২৪৭ আরকানুল ওজু ]
দলিল : কুরআন পাকের আয়াত –
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ ۚ
অর্থ: হে মুমিনগণ,যখন তোমরা নামাযের জন্যে উঠ,তখন স্বীয় মুখমন্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত কর এবং পদযুগল গিটসহ। [সুরাহ: মায়েদাহ আয়াত : ৬]
অতএব ওজু করার সময় এই কাজ গুলো যত্নের সঙ্গে করতে হবে। কেননা,এগুলোতে ত্রুটি হলে ওজু হবে না। যেমনটি কুরআনে পাকে বলা হইল।






