শেষ যমানার আলেম সমাজ সম্পর্কিত হাদিস

By | Wed 7 Jumada Al Akhira 1437AH || 16-Mar-2016AD

হাদিস ০১।  হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা. বর্ণনা করেন, আমি রাসূল ﷺ  কে বলতে শুনেছি যে, আল্লাহ্ তা‘আলা বান্দার অন্তর থেকে ইল্‌ম বের করে উঠিয়ে নেবেন না; বরং আলিমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমেই ইল্‌ম উঠিয়ে নেবেন । যখন কোন আলিম বাকী থাকবে না তখন লোকেরা জাহিলদেরই নেতা হিসেবে গ্রহণ করবে । তাদের জিজ্ঞাসা করা হবে, তারা না জেনেই ফতোয়া দিবে। ফলে তারা নিজেরাও গোমরাহ হবে, আর অপরকেও গোমরাহ করবে ।      -বোখারী শরীফ, কিতাবুল ইলম, হাদীস নং ১০০

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*