বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ও ইখতিলাফপূর্ণ মাসায়েলগুলোর ভিতর “ইসলামিক ব্যাংকের লেনদেন বৈধ/জায়েয নাকি অবৈধ/নাজায়েয” একটি। হাটহাজারী মাদ্রাসার মুফতি আব্দুস সালাম চাটগামী হাফিজাহুল্লাহ পাকিস্তানে অবস্থানকালীন সময়ে এবং পরবর্তীতে হাটহাজির সম্মানিত উস্তাদদের সমন্বয়ে এই বিষয়ে একটি দালিলিক ফতোয়া প্রদান করেন যা উনার লিখিত কিতাব “মাকালাতে চাটগামী” বইতে উল্লেখ করেছেন। উত্তরটি আমাদের সবার জানা থাকা দরকার মনে করে সবার সাথে শেয়ার করছি। অনুরোধ করবো সবাই তার আত্নীয় স্বজন ও বন্ধু বান্ধবের সাথে তা শেয়ার করবেন যেন, আমরা সবাই জেনে বুঝে এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি।
আল্লাহ আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের উপর অটল থাকার তৌফিক দান করেন।
ডাউনলোড লিংক : মাকালাতে চাটগামী ~ ইসলামী ব্যাংকিং






