অযুতে পানির অপচয় রোধে রাসূল ﷺ এর বাণী:
হাদীস ০১। হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত:
এক লোক বললেন,ওযু তে আমি কতটুকু পানি খরচ করতে পারি? তিনি উত্তরে বললেন,এক মুদ্দ (আধুনিক হিসাবে প্রায় ১ লিটার বা ৭৯৬ মিলিঃ) সমপরিমাণ । তিনি আবার বললেন গোসলের জন্য কি পরিমাণ পানি ব্যবহার করতে পারি? তিনি উত্তরে বললেন,এক‘সা পরিমান (প্রায় ৪ লিটার )। লোকটি তখন বলল,এতটুকু আমার জন্য যথেষ্ঠ নয়। একথা শুনে তিনি (তাকে সর্তকতামূলক তিরস্কার করে) বললেন, তোমার চেয়ে উত্তম যিনি, (রাসুল ﷺ ) তার জন্য এতটুকু পানি যথেষ্ট ছিল। [মুসনাদে আহমদ হাদিস নং ২৬৩২ (ইফা-২১৪)]
হাদীস ০২। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত:
নবী ﷺ বলেছেন,তোমাদের যে কারও জন্য এক মুদ্দ সমপরিমাণ পানি ওযূর জন্য যথেষ্ঠ। [মুসনাদে আহমদ হাদিস নং ১৩৭৯৬ (ইফা-২১৫)]
হাদীস ০৩। হযরত আব্দুল্লাহ ইবন আমর ইবনুল ‘আস (রা) থেকে বর্ণিত:
নবী ﷺ একবার সা’আদ (রা) এর পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি ওযু করছিলেন।
রাসুল ﷺ বললেন,সা’আদ এ কি অপচয় করছ? তিনি বললেন,ওযুতে কি অপচয় হয়? রাসুল ﷺ বললেন,হ্যা,হয়। এমনকি তুমি প্রবাহমান নদীর পাশে বসে করলেও। [মুসনাদে আহমদ হাদিস নং ৭০৮৩ (ইফা-২১৩)]
আল্লাহ আমাদের সকলকে অযুতে পানির অপচয় থেকে বেচে সঠিক ভাবে অযু করার তৌফিক দান করুন।







1.প্রস্রাব বা পায়খানার পর তিনটা টিস্যু ব্যবহারের পর কতটুকু পানি বা কত পরিমাণ পানি ব্যবহার করা উচিত।।।
2.কোন নাপাক(প্রস্রাব বা পায়খানা বা অন্য কোন নাপাক) হাতে লাগলে বা শরীরের কোন জায়গা বা অঙ্গে লাগলে শুধু ধুয়ে ফেলাই যথেষ্ট নাকি কচলিয়ে কচলিয়ে ধুতে হবে।।
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। বাকি আমাদের এই সাইটটি কোনো অনলাইন মাসালা দেয়ার সাইট নয় বলে সবচেয়ে উত্তম হবে আপনার প্রশ্নের উত্তরটি কোনো ভালো ও বিজ্ঞ দারুল ইফতার সাথে যোগাযোগ করে জেনে নিলে। আপনি চাইলে মাসিক আল-কাউসার এর ফতোয়া বিভাগে যোগাযোগ করতে পারেন যার ফোন নাম্বার সহ অন্যান্য তথ্য নিচের লিংক এ গেলে পাওয়া যাবে।
https://www.alkawsar.com/bn/about/contact-us/
আল্লাহ আমাদের সবাইকে সঠিক ও উপকারী ইলম সঠিক ভাবে জানার ও মানার ব্যবস্থা করে দেন।