ইসলামী কুইজ ০১ By Jalal Uddin | Mon 22 Rabi Al Thani 1437AH || 1-Feb-2016AD 0 Comment ইসলামী কুইজ ০১ এ স্বাগতম। কুইজে সর্বমোট ২০ টি প্রশ্ন করা হবে। প্রশ্নের জটিলতা ভেদে প্রশ্নের পয়েন্ট ১/২/৩ হবে। কুইজ শেষে আপনাকে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর জানিয়ে দেয়া হবে ইন-শা-আল্লাহ। আপনার ই-মেইলেও আমরা কুইজের ফলাফল মেইল করে দিব আপনার সুবিধার জন্য। Name Email Phone Number কোন সাহাবী কোন রাস্তা দিয়ে গেলে শয়তান সে রাস্তায় থাকতো না? হযরত খালিদ ইবনুল ওয়ালিদ (রা:) হযরত উমর ইবনুল খাত্তাব (রা:) হযরত আবু বকর (রা:) হযরত উসমান ইবনে আফফান (রা:)নিচের কোনটি ইসলামের ৫ স্তম্ভের ভিতরে অন্তর্ভুক্ত নয়? নামায কালিমা যাকাত কোরবানী রোযাইসলামের সর্বপ্রথম সেনাদলের সেনাপতি কে ছিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাযিয়াল্লাহু আনহু হযরত হামযা ইবনে আবু মুত্তালিব রাযিয়াল্লাহু আনহু হযরত আব্বাস ইবনে আবু মুত্তালিব রাযিয়াল্লাহু আনহু হযরত উমর ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু আনহুHintস্পেন জয়ী মুসলিম সেনাপতির নাম কি? সালাহউদ্দিন আইয়ুবি তারিক বিন যিয়াদ মোহাম্মদ বিন কাশিম সুলতান মাহমুদ গজনবী"ইয়াওমুল বদর" কে কোরআনে কারীমে কোন নামে সম্বোধন করা হয়েছে? ইয়াওমুল ফাত্হ ইয়াওমুল ফুরকান ইয়াওমুত তাগাবুন ইয়াওমুন নাছরHintছবিতে প্রদর্শিত মসজিদটির নাম কি? মসজিদুন নববী মসজিদুল কুবা মসজিদুল কিবলাতাইন মসজিদুল আকসাকত বছর বয়সে হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নব্যুয়াত লাভ করেন? ২৫ ৩০ ৩৫ ৪০ইসলামের প্রথম শহীদ কে? সুমাইয়া (রা) আম্মার (রা) আবু দরদা (রা) মুস'আব ইবনে উমায়ের (রা)হামযা (রা) কোন যুদ্ধে শহীদ হন? উহুদ বদর হুনাইন তাবুকআবু বকর (রাঃ) এর কতজন বিবি ও সন্তান ছিলেন? ৩ জন স্ত্রী ও ৬ জন সন্তান ২ জন স্ত্রী ও ৫ জন সন্তান ৪ জন স্ত্রী ও ৬ জন সন্তান ১ জন স্ত্রী ও ৪ জন সন্তান ৪ জন স্ত্রী ও ৪ জন সন্তানবদর যুদ্ধে প্রথম শহীদ কে? উমায়র ইবনুল হুমাম আনসারী রাঃ মুসআব ইবনে উমায়র (রাঃ) আবু লুবাবা (রাঃ) হামযা (রাঃ)আদ জাতির প্রতি প্রেরিত নবীর নাম কি? হুদ আ: সালেহ আ: শুয়াইব আ: লুত আ: Hintনবী ইয়াহিয়া আ: এর পিতার নাম কি ছিল? জাকারিয়্যা আ: ইউশা ইবনে নূহ আ: সোলাইমান আ: ইদ্রিছ আ:যুদ্ধের অনুমতি পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর পাঠানো প্রথম অভিযানের টার্গেট কি ছিল? আবু জেহেল নেতৃত্বে সিরিয়া থেকে ফিরে আসা ৩০০ সদস্যের কুরাইশের বাণিজ্যিক কাফিলার সার্বিক পরিস্থিতি জানা আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়া থেকে ফিরে আসা ৩০০ সদস্যের কুরাইশের বাণিজ্যিক কাফিলার সার্বিক পরিস্থিতি জানা আবু জেহেল নেতৃত্বে ইয়ামেন থেকে ফিরে আসা ১০০ সদস্যের কুরাইশের বাণিজ্যিক কাফিলার সার্বিক পরিস্থিতি জানা আবু সুফিয়ানের নেতৃত্বে ইয়ামেন থেকে ফিরে আসা ১০০ সদস্যের কুরাইশের বাণিজ্যিক কাফিলার সার্বিক পরিস্থিতি জানাHintনূহ আ: কত বছর মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন? ১৫০ ৭৫০ ৯৫০ ১০০০ইছহাক (আঃ) এর নাতি/ দৌহিত্র কে? ইসমাঈল আঃ ইয়াকুব আঃ ইউসুফ আঃ মুসা আঃমুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রীর নাম কি? হযরত আয়িশা (রাঃ) হযরত মাইমুনা (রাঃ) হযরত খাদিজা (রাঃ) হযরত হাফসা (রাঃ)সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন? আবু বকর রাঃ খাদিজা রাঃ আলি রাঃ আয়িশা রাঃইসলামের দ্বিতীয় খলিফা কে? আলী (রা) উমর (রা) আবু বকর (রা) ত্বলহা (রা)নিচের ছবিটিতে কি দেখানো হয়েছে? মাকামে ইব্রাহীম রুকনি ইয়ামানি হাতিম হাজরে আসওয়াদPlease fill in the comment box below. Be sure to click Submit Quiz to see your results!