মিথ্যা অপবাদের ভয়াবহতা
হাদিস ১। হযরত মুয়াজ ইবনে জাবাল (রাযি:) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আপন (মুসলমান) ভাইকে কোন এমন গুনাহের উপর লজ্জা দিল, যে গুনাহ হইতে সে তওবা করিয়া ফেলিয়াছে, তবে এই লজ্জাদাতা ততক্ষন পর্যন্ত মরিবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজে ঐ গুনাহের মধ্যে লিপ্ত না হইবে। – তিরমিযী, মুন্তাখাব হাদীস… Read More »