২৫। জীবনের উপর হতাশাগ্রস্ত ব্যক্তির দুআ

By | Wed 14 Muharram 1442AH || 2-Sep-2020AD

اَللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ  خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي

আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,  রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ কোন বিপদের কারণে মৃত্যু কামনা করবে না। আর যদি কেউ এমন অবস্থাতে পতিত হয় যে, তাকে মৃত্যু কামনা করতেই হয় তবে সে (মৃত্যু কামনা না করে) উপরোক্ত দু’আ করবেঃ

(অর্থ) ইয়া আল্লাহ! যতদিন পর্যন্ত বেঁচে থাকা আমার জন্য মঙ্গলজনক হয় ততদিন আমাকে জীবিত রাখো, আর যখন আমার জন্য মৃত্যুই মঙ্গলজনক হয় তখন আমার মৃত্যু দাও। [বুখারী শরীফ (ইফা:) ৫৯১১]

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*