সূরা বাকারার ফযিলত

By | Wed 2 Rabi Al Thani 1442AH || 18-Nov-2020AD

হাদিস ০১। আহমদ ইবন মানী’ (র.)… আবূ মাসউদ আনসারী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি রাত্রে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে তা সে ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। – তিরমিযী (ইফা) ২৮৮১

হাদিস ০২। মুহাম্মাদ ইবন বাশশার (র.)… নুমান ইবন বাশীর (রা.) থেকে বর্ণিত যে নবী ﷺ বলেছেন : আকাশ ও পৃথিবী সৃষ্টির দুই হাজার বছর পূর্বেই আল্লাহ তা’আলা একটি কিতাব লিপিবদ্ধ করেছেন। এর থেকে তিনি দু’টো আয়াত নাযিল করেছেন। যে দুটোর মাধ্যমেই তিনি সূরা বাকারা খতম করেছেন। যে বাড়িতে তিন রাত তা পাঠ করা হবে, শয়তান সে বাড়ির নিকটবর্তী হয় না।
– তিরমিযী (ইফা) ২৮৮২

হাদিস ০৩। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি সকালে সূরা মু’মিনের হা-মীম থেকে ইলাইহিল মাসীর পর্যন্ত (১,২,৩ নং আয়াত) এবং আয়াতুল কুরসী তিলাওয়াত করবে তবে বিকাল পর্যন্ত এর কারণে তার হিফাজত করা হবে। আর যে ব্যক্তি বিকালে তা পাঠ করবে সকাল পর্যন্ত এর কারণে তার হিফাজত করা হবে। – তিরমিযী (ইফা:) ২৮৭৯

সূরা মু’মিনের আয়াতগুলো হলো:

حٰمٓ‌ ۚ‏ -  تَنۡزِيۡلُ الۡكِتٰبِ مِنَ اللّٰهِ الۡعَزِيۡزِ الۡعَلِيۡمِۙ‏-  غَافِرِ الذَّنۡۢبِ وَقَابِلِ التَّوۡبِ شَدِيۡدِ الۡعِقَابِ ذِى الطَّوۡلِؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَؕ اِلَيۡهِ الۡمَصِيۡرُ‏ -
Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*