১। হযরত আনাস ইবনে মালিক রাঃ থেকে বর্ণিত, আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না, যতক্ষণ না মানুষ মসজিদের ব্যাপারে পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হবে।” – সহিহ ইবনে খুযায়মা, সহিহ ইবনে হিব্বান
২। হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত, আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন কোনো সম্প্রদায়ের পাপ বেড়ে যায়, তখনই সমাজের মসজিদগুলো সুসজ্জিত হয়। আর দাজ্জালের আবির্ভাবের সময় ঘনিয়ে না আসা পর্যন্ত মসজিদগুলো সুসজ্জিত হবে না।” – আসসুনানুল ওয়ারিদাতু ফিলফিতান
৩। হযরত আলী রাঃ সম্পর্কে বর্ণিত, তিনি বলেছেন, অদুর ভবিষ্যতে মানবজীবনে এমন একটি সময় আসবে, যখন ইসলামের নাম আর কুরআনের শব্দ-বাক্য ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে না। তারা তাদের মসজিদগুলোকে প্রাসাদ বানাবে বটে; কিন্তু সেগুলা আল্লাহর স্মরণ থেকে শূন্য থাকবে। সে যুগের অধিবাসীদের মধ্যে তাদের আলেমগণ হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তাদের থেকেই ফিৎনার উদ্ভব ঘটবে, আবার তা তাদেরই দিকে ফিরে যাবে।
– তাফসিরে কুরতুবী খন্ড ১২, পৃষ্ঠা ২৮০






