মুহররম ও আশুরা মুসলমানদের জন্য খুব তাৎপর্যপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস ও দিবস। কিন্তু দুঃখের বিষয় হলো এই মাস এবং দিনকে নিয়ে আমাদের সমাজে বেশ কিছু কুপ্রথা ও ভুল আমল প্রচলিত আছে। এই আমলগুলো চিন্নিত করে শরীয়তের আলোকে এই মাসে করণীয় ও বর্জনীয় কাজের উপর আলোচনা করে মাসিক আল-কাউসারে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছিল ফেব্রুয়ারি ২০০৫ সংখ্যায়।
লিখাটির ডাউনলোড লিংক নিচে শেয়ার করা হলো:
ডাউনলোড: Click Here
সাইজ: ২ মেগাবাইট
মূল লিখার রেফারেন্স: মাসিক আল-কাউসার, ফেব্রুয়ারি ২০০৫ সংখ্যা
আল্লাহ আমাদের সবাইকে সমস্ত ভুল আমল থেকে বেঁচে শরীয়ত নির্ধারিত পন্থায় ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন।






