হযরত আমর ইবনুল আস (রা) সবে মাত্র মিশর জয় করলো। মিসর বিজয়ের পর পরাজিত রাজন্যবর্গের উদ্দেশ্যে তিনি একটি ভোজের আয়োজন করেলেন।
তাতে আরব মুসলমানদের সাধারণ খাবারের ব্যবস্থা করা হয়েছিল। তিনি লক্ষ করলেন, রাজারা এসব সাধারণ খাবার খেতে পারছে না। তবু ভদ্রতার খাতিরে খাওয়ার ভান করে যাচ্ছে এবং একে অপরকে ইশারায় বলছে, ‘এমন অসভ্য জাতি (যারা খাওয়া পর্যন্ত- জানে না) কীভাবে আমাদের পরাজয়- করল?’
.
হযরত আমর ইবনুল আস রা. দ্বিতীয় দিনও ভোজের আয়োজন করলেন এবং খুব চিকন ও সুস্বাদু খাবারের ব্যবস্থা করলেন। উপরন্তু’ প্রত্যেকের জন্য ছিল আলাদা ব্যবস্থা।
রাজারা আজ তৃপ্তির সাথে খেলেন এবং একে অপরকে বললেন, ‘এরা তো সবই জানে দেখছি’। সে সময় আমর ইবনুল আস রা. অতিথিদের লক্ষ করে একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।
.
সে ভাষণে তিনি বললেন, ‘মুসলমানরা বিলাসিতা সম্পর্কে অজ্ঞ নয়; তবে বিলাসিতার জন্য তাদেরকে সৃষ্টি করা হয়নি। মুসলমানরা শুকনা রুটি ও মোটা কাপড়ে অভ্যস- বলেই তোমাদের উপর বিজয়ী হয়েছে। পক্ষান্তরে তোমরা বিলাসিতার কারণে পরাজিত হয়েছ। মুসলমানরা যেদিন বিলাসিতায় অভ্যস্ত হবে সেদিন তারাও তোমাদের মতো পরাজিত হবে।’
.
(কালেক্টেড)






