পানি পান করার ৫টি সুন্নত নীচে দেয়া হলো:
- পানির পাত্র ডান হাত দিয়ে ধরা। [1. মুসলিম শরীফ ৫১০৪ (ইফা:)। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ ﷺ বলেছেনঃ তোমাদের কেউ যখন আহার করে, তখন সে যেন ডান হাতে আহার করে। আর যখন পান করে- সে যেন ডান হাতে পান করে। কারণ শয়তান বাম হাতে আহার করে এবং বাম হাতে পান করে।]
- বসে পান করা, বসতে অসুবিধা না হলে দাঁড়িয়ে পান না করা। [2. মুসলিম শরীফ ৫১১৩ (ইফা:)। আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী ﷺ দাঁড়ানো অবস্থায় পান করার ব্যাপারে তিরস্কার করেছেন।মুসলিম শরীফ ৫১১৮ (ইফা:)। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পান না করে। যদি কেউ ভুলবশত এ কাজ করে বসে, সে যেন বমি করে দেয়।*যেহেতু কিছু হাদিসে দাঁড়িয়ে পানি পান করার ও আলামত পাওয়া যায়, তাই ইমাম নববী (র) এর মতে দাঁড়িয়ে পান করার হুকুম মাকরুহ তানযিহির পর্যায়ভুক্ত।]
- بِسْمِ الله বলে পান করা। (তাবারানী আওসাত)
- কমপক্ষে তিন শ্বাসে পান করা এবং শ্বাস ছাড়ার সময় পানির পাত্র মুখ হতে সরিয়ে নেয়া। (বুখারী শরীফ)
- পান করে ا َلْحَمْدُ لله বলা। (তাবারানী আওসাত)






হজরত, আসসালামু আলাইকুম।
৫: পানি দেখে পান করা সুন্নত, এই বিষয়টা আমার এক বন্ধু বলছে কোন দলিল দারা প্রমাণিত নয়।
তার যুক্তিতে পানি পান করার সুন্নত ৫টি। এখন তাকে কিভাবে বিষয়টা বুজাব। আমাকে স্পষ্ট দলিল দেওয়া যাবে কি?
পোস্টটি edit করেছি ভাইয়া। আল্লাহ আমাকে ক্ষমা করুন। ভবিষ্যতে আরো সাবধান হওয়ার চেষ্টা করবো। আমার তাহকীকে যতটুকু জেনেছি, “পানি দেখে পান করার বিষয়ে হাদিস আছে কিনা আমার জানা নাই।” আসলে লিখাটা একটা copy paste ছিল। তাই যথাযথ তাহকীক করা হয় নাই। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করেন।