আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত।তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে কাফিরের দাঁত উহুদ পাহাড়ের ন্যায় প্রকান্ড হবে এবং চামড়া তিনদিনের দুরুত্ব পরিমাণ মোটা হবে। [মুসলিম শরিফ ৬৯৭৯ নং হাদিস]
আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি এ হাদিসটুকু সরাসরি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়েত করেন। রাসুলুল্লাহ (সা) বলেছেন, জাহান্নামে কাফিরের দেহ এত বিশাল হবে যে, তার দু’কাধের মাঝখানের দুরুত্ব তিনদিনের রাস্তা বরাবর হবে যতদুর একজন দ্রুতগামী অশ্বারোহী অতিক্রম করতে পারে। [মুসলিম শরিফ ৬৯৮০ নং হাদিস]





