খাবার পরের দোআ:
নাসীর ইবন ফারাজ (রহঃ) ..……. মু’আয ইবন আনাস (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি খাওয়ার পর এ দু’আ পাঠ করবেঃ
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا الطَّعَامَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ
(অর্থ) ‘ সমস্ত প্রশংসা ঐ আল্লাহর জন্য, যিনি আমাকে খাওয়াইছেন এবং আমাকে এ রিযিক দিয়েছেন, আমার চেষ্টা ও শক্তি ব্যতিরেকে।“
তার জীবনে আগের পরের সব গুনাহ মাফ করে দেয়া হবে।
আর যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করে এ দু’আ পড়বেঃ
الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ
(অর্থ) সমস্ত প্রশংসা ঐ আল্লাহর জন্য, যিনি আমাকে পরিয়েছেন এবং এর ব্যবস্থা করে দিয়েছেন আমার শক্তি ও চেষ্টা ছাড়া।”
তার আগের ও পরের জীবনের সব গুনাহ মাফ করে দেয়া হবে। [আবু দাউদ হাদিস নং ৩৯৮২ (ইফা:)]
খাবার পর গৃহকর্তার জন্য দুয়া করা (মেহমানদারীর জন্য)
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ “যখন কোন ব্যক্তি কারো বাড়ীতে গিয়ে তার খাবার খায় এবং পানি পান করে, তখন তার জন্য দু’আ করা উচিত। এ হলো তার বিনিময়।” [আবু দাউদ শরীফ, হাদিস নং ৩৮১০]
আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সা’দ ইবন উবাদা (রাঃ) এর নিকট যান। তিনি রুটি এবং যয়তুনের তেল তাঁর সামনে পেশ করেন। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তা খেয়ে এরূপ বলেনঃ
أَفْطَرَ عِنْدَكُمُ الصَّآئِمُونَ وَأَكَلَ طَعَامَكُمُ الأَبْرَارُ ، وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلآَئِكَةُ
“রোযাদার ব্যক্তি তোমাদের কাছে এসে ইফতার করুক, নেককার লোক তোমাদের খানা খাক, আর ফেরেশতারা তোমাদের উপর রহমত প্রেরণ করুক।” [আবু দাউদ শরীফ, হাদিস নং ৩৮১১]
দস্তরখান উঠানোর দোয়া
আবূ উমামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখান উঠিয়ে নেওয়ার পর এরূপ দু’আ পড়তেনঃ
اَلْحَمْدُ لِلَّهِ كَثِيْرًا طَيِّباً مُّباَرَكًا فِيْهِ غَيْرَ مَكْفِيٍّ وَّلاَ مُوَدَّعٍ وَّلاَ مُسْتَغْنٰى عَنْهُ رَبَّناَ
“আল্লাহ্র জন্য অসংখ্য প্রশংসা, বরকতময় শুকরিয়া এ খাদ্যের মধ্যে, যা একবার যথেষ্ট নয় এবং পরিত্যাগযোগ্যও নয়, আর না এ হতে অমুখাপেক্ষী হওয়া যায়, হে আমাদের রব ! সমস্ত প্রশংসা তোমারই জন্য।” [আবু দাউদ শরীফ, হাদিস নং ৩৮০৬]
খাবার পাত্র চেঁটে খাওয়া:
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
“যে ব্যাক্তি কোনো পাত্রে আহার করার পর তা চেটে খেয়ে পরিস্কার করে তার জন্য ওই পাত্র ক্ষমা প্রার্থনা করে।” [সুনান ইবনে মাজাহ খন্ড ৩ হাদিস নম্বর ৩২৭২]
খাবার আদব:
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “যখন তোমাদের কেও কিছু খায়, সে যেন ডান হাতে খায় এবং যখন সে পান করে, সে যেন অবশ্যই ডান হাতে পান করে । কেননা শয়তান বাম হাতে খায় এবং বাম হাতে পান করে।” [সহীহ মুসলিম (ইফা), খন্ড ৭, হাদিস নং ৫১০৪ ]






