হাদীস শরীফে এসেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। অর্থাৎ আসমান ও যমীনের দূরত্ব থেকে অধিক দূরত্ব সৃষ্টি করে দিবেন। –শুআবুল ঈমান হাদীস: ৩৯৬৫
‘আবদুল্লাহ ইবনু আবূ শায়বা (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন , নবী ﷺ প্রতি রমযানে দশ দিনের ইতিকাফ করতেন। যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি বিশ দিনের ইতিকাফ করেছিলেন। –সহীহ বুখারী : ১৯১৬
রমযানের শেষ দশ দিনে ই’তিকাফের সওয়াব হল দুটি হজ্ব ও দুটি উমরা করার সমতুল্য। -বায়হাক্বী: ১/১২০, তরগিব:২/১৪৯






